সানওয়ার হোসেন, বিশেষ সংবাদদাতা :- ‘‌এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন রিপোর্টে অর্থনীতি সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, তাতে কোনও ভাবেই আশ্বস্ত হতে পারছি না। কয়েকবছর আগেও আর্থিক বৃদ্ধির হার ভাল ছিল। এখন আর সেই আশাও দেখছি না।’‌
ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একথাই সংবাদমাধ্যমে জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ কলকাতার ভূমিপুত্র অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। গবেষণার বিষয় নিয়ে তিনি বলেন, ‘‌বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। দারিদ্র কোনও একটা সমস্যা নয়। এই সমস্যার অনেকগুলি স্তর রয়েছে। সমস্যাগুলিকে এক এক করে খুঁজে বের করা, সমাধানের পথ কী হবে তা নির্ধারণ করা নিয়েই গবেষণা। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমেই দারিদ্র সমস্যার সমাধান সম্ভব।’‌