নিজস্ব সংবাদদাতা, নিউ বারাকপুর :- জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় সাম্পদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ৭৩তম স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উৎসব করল নিউ বারাকপুর কলোনী বয়েজ হাই স্কুল। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস। জাতীয় ঐক্য ও সংহতি গঠনে জাতীয় পতাকা প্রদশর্ন করা হয়। ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে প্রবন্ধ বসে আকোঁ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাএ অনির্বান মিস্ত্রী ও শিক্ষক অম্লান দাশগুপ্ত। শেষে বিদ্যালয়ের ছাএবৃন্দ পরিবেশিত নাটক নবভারতের স্বপ্ন মঞ্চস্হ হয়। নির্দেশনা ও পরিচালনয় শিক্ষক অম্লান দাশগুপ্ত ও সুখেন্দু বিকাশ মাইতি। সাম্পদায়িক সম্প্রীতি ও সৌভাতৃত্ববোধর রাখি বন্ধনে মঞ্চে উপস্হিত ছিলেন সিস্টার পিয়ারলিসা,সিস্টার ডলি,সেখ ওয়ারেশ মহম্মদ,শেখ আনোয়ার হোসেন,ভেন কীর্তিরতন ভীক্ষু,বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নির্মল কুমার বসু,প্রাক্তন শিক্ষক বরুণ চন্দ দেবনাথ সহ বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ। প্রধান শিক্ষক সহ ছাএরা শিক্ষিকারা একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ হন।