চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন শেষে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সহ-সভাপতি আ. সাত্তার মোল্লা, যুগ্ন-সম্পাদক জসীম উদ্দিন সরদার, ইলিয়াস তালুকদার, সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ।