সমরেশ রায়, কলকাতা :- আজ সকাল ৮টায় পার্ক স্ট্রীট জাদুঘর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা হয়। প্রতিবছরের ন্যায় এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন নবজাগরণ ভাষা ও চেতনা সমিতির কর্ণধার ডঃ ইমরুল হক। এছাড়া এই শোভাযাত্রায় বিভিন্ন জায়গা থেকে মানুষজন পায়ে পা মেলান।

শুধু তাই নয় – এই অনুষ্ঠানে একটি বই প্রকাশিত হয়। বইটির নাম ‘পরিব্রাজক’। প্রকাশ করেন বাংলাদেশের কবি জামান হোসেন। শুধু তাই নয় গান, কবিতা ও নাটক দিয়ে শেষ করে না। বাঙালীদের প্রিয় খাবার মুখে জল এনে দেওয়ার মতো ব্যবস্থা রেখেছিলেন। এই গরমে আম পোড়া শরবত আর পান্তাভাতের সহিত শুঁটকি মাছ, আলুপোস্ত। যা সবার মুখে জল এনে দিয়েছেন।