সনাতন গড়াই, দুর্গাপুর :- দুর্গাপুর জুড়ে মোবাইল চোরদের রমরমা বাজার। সেইরকমই একদল মোবাইল চুরি করে পাচার করার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করল ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ফরিদপুর ফাঁড়ির পুলিশ কিছুদিন আগে থেকেই গোপন সূত্র ধরে খবর পেয়েছিল। কিন্তু ফরিদপুর ফাঁড়ির পুলিশ এই মোবাইল কারবারিদের হাতেনাতে ধরার চেষ্টা করছিল। গোপন সূত্র কে কাজে লাগিয়ে ১৪ টি মোবাইল উদ্ধার করে, এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা। বেনাচিতির নতুন পল্লীর আই ব্লক থেকে সুবোধ সাউ, ফরিদপুরের বাদ্যকর পাড়া থেকে বুড়ো বাদ্যকর ও প্রান্তিকার স্বপ্নানিল কলোনি থেকে বিকাশ মল্লিক কে গ্রেপ্তার করে ফরিদপুর পুলিশ। ফরিদপুর পুলিশ সূত্রের খবর এরা প্রত্যেকেই বহুদিন আগে থেকে মোবাইল কালোবাজারির সাথে যুক্ত ছিল। এদের কাছ থেকে ১৪ টি মোবাইল উদ্ধার করা হয়। এই চক্রের সাথে আর কোনো বড় মাথা যুক্ত আছে কিনা সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।