নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর :- স্বরূপনগর থানার চারঘাট থেকে ১০ লিটার তরল মাদকসহ দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে পুলিশ। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। রাকিবুল মোল্লা ও হাবিব মোল্লা দুই দুষ্কৃতীকে শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতরা দীর্ঘদিন ধরে তরল মাদক পাচার এর সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর।