সুজয় মন্ডল, বসিরহাটঃ- আবারও এলাকাবাসীদের উদ্যোগে ও হ্যাম রেডিও সাহায্যে মধ্য প্রদেশ থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া এক যুবককে ঘরে ফিরাল হ্যাম রেডিও। হিঙ্গলগঞ্জের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বেশ কয়েক বছর ধরেই এই এলাকায় বছর তিরিশেক মনোজ চৌহান নামে এক ভবঘুরে ঘোরাঘুরি করছে।
এই বিষয়ে ওই ভবঘুরের ভাই জানান, আমার ছোট ভাই ২০১৮ সাল থেকে ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন নিখোঁজ ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরো জানা যায় ওই ব্যক্তি কখনো সেট ঘরে, কখনো বা মন্দির চত্বরে থাকত। এমন সময় বেশ কয়েকজন শহীদা ব্যক্তি ওই ভবঘুরের নাম ঠিকানা জানতে চাই কয়েকবার জিজ্ঞাসা করার পর জানতে পারেন মধ্যপ্রদেশের যোধপুর জেলার বাসিন্দার মনোজ চোহান।
এরপর এলাকাবাসীর পক্ষ থেকে হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করা হলে। পশ্চিমবঙ্গের হ্যাম রেডিওর সেক্রেটারি অম্বিকেশ নাক বিশ্বাস ওই পরিবারের সাথে যোগাযোগ করেন। অবশেষে মধ্যপ্রদেশ থেকে ভবঘুরের পরিবার এসে মনোজ চৌহান কে নিয়ে যাবার উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে রওনা দেন। নতুন বছরে একজন ভবঘুরে কে তার নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরে হ্যাম রেডি ও গ্রামবাসীরা খুশি।