নিজস্ব প্রতিনধি, বসিরহাট :- হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার আটক, পলাতক হোটেল মালিক। জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে মধুচক্রের আসর বসানো হতো বসিরহাট রেজিষ্ট্রি অফিস মোড় সংলগ্ন ইস্ট বেঙ্গল হোটেলে। ফুডিং ও লজিং এই দুইই সুবিধা পাওয়া যায় এই হোটেল থেকে। আর সেই সুযোগেই হোটেল ব্যবসার আড়ালে চালানো হতো মধুচক্রের ব্যবসা। আর তার জন্য দিতে হতো ঘন্টায় ৪০০ টাকা করে। সেই সুযোগে দিনের পর দিন স্কুল ছাত্র-ছাত্রীদের আনাগোনা বেড়েছিল ওই হোটেলে। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই। হোটেল ব্যবসার আড়ালে এ ধরনের অবৈধ কাজ চালানোয় দিনে দিনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে কয়েক দিন আগেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার হানা দিয়ে হোটেলের ঘর থেকে ১১ জন ছেলে ও ১৫ জন মেয়েকে উদ্ধার করে পুলিশ। যার মধ্যে বেশ কয়েকজন নাবালিকা রয়েছে বলে জানান স্থানীয়রা। অবিলম্বে হোটেল বন্ধ করে দেওয়ার দাবি ওঠে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার অমল রায় কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক হোটেল মালিক সুধন্য দত্ত।