পান্ডব গরাই, পুরুলিয়া :- হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে গণধর্ষণ, খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় চলছে। এই নারকীয় ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অভিযুক্তদের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজ প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলো পুরুলিয়া শহরে।
এদিন পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে সমবেত হয়ে তারা তুলে ধরেন অতীতের সুগি মুর্মু, মনিকা মাহাতো ধর্ষণ ও হত্যা সহ ভাগ্যবতী ভিডিও ভাইরাল রহস্য ঘটনার নিন্দনীয় ব্যাখ্যা। ছাত্র ছাত্রীদের দাবি, এবার প্রয়োজন ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই হোক উপযুক্ত শাস্তি। গত ২৮ নভেম্বর হায়দ্রাবাদের উপকণ্ঠে ২৬ বছর বয়সী ভেটেরিনারি ডাক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে হায়দ্রাবাদ পুলিশ চার জনকে শুক্রবার গ্রেপ্তার করেছে।