সানওয়ার হোসেন, ক্যানিং :- ক্যানিং মহকুমা হাসপাতালে ভরদুপুরে হাসপাতালে এক সদ্যোজাতকে আছাড় মেরে খুন করল এক মহিলা। সেই মহিলা সম্পর্কে শিশুটির মাসি হন।গত তিনদিন আগে ধামাখালী থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন বাসন্তী সরদার সেই দিন তিনি একটি শিশু পুত্র জন্ম গ্রহণ করে। সোমবার দুপুরে হঠাৎই তার দিদি মালতি কোলের শিশু পুত্র কে সকলের সামনে মেঝেতে আছাড় মারলে ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ। পুলিশ মালতিকে আটক করে শিশু পুত্র টিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।