সংবাদদাতা, বসিরহাট :- হাসনাবাদে গাছ কাটার প্রতিবাদে তৃণমূলের মহিলা কর্মীকে মাথায় দায়ের কোপ। অভিযোগ বিজেপির ও সিপিএম বিরুদ্ধে । বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া গ্রামে ঘটনা। মহিলা তৃণমূল কর্মী বছর ৪৫ এর তাপসী মন্ডল, তার বাড়ি পাশে সৃষ্টি গাছ কেটে নিয়ে যাচ্ছিল, কয়েকজন এলাকার দুষ্কৃতী। প্রতিবাদ করলে বৃহস্পতিবার রাতের অন্ধকারে, মহিলার কর্মীর বাড়িতে চড়াও হয় তিনজন ।অভিযোগ সুজিত মন্ডল , মধুসূদন মন্ডল সশস্ত্র অবস্থায় ওই মহিলাকে বেধড়ক মারধর ও মাথায় দায়ের কোপ দেয়। ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় টাকী গ্রামীন হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল মহিলা কর্মী তাপসীর অভিযোগ এই তিনজন আগে সিপিএম করতো। এলাকার প্রাক্তন সিপিএমের সদস্য এখন। বিজেপি তে গিয়ে এলাকায় পরিকল্পিতভাবে সন্ত্রাস করছে, ও ভয় দেখাচ্ছে। গাছ কাটার প্রতিবাদ করায় আমাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। সুজিত মধুসূদন তরুণ এই তিনজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ।ওই তৃণমূল মহিলা কর্মী ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। গাছ কাটাকে কেন্দ্র করে কেন ওই মহিলা কর্মীকে আক্রমণ করলো পুরনো শত্রুতার বিবাদের জেরে না অন্য কোন রাজনৈতিক ঘটনা আছে ,এই ঘটনা অভিযোগ বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছেন অস্বীকার করেছে।