কলমের দুনিয়া সার্ভিস :- ভারতীয় জনতা পার্টি হালিশহর মন্ডলের উদ্যোগে মহা পঞ্চমীতে বাগমোড়ে খালের কাছে শারদোৎসব উপলক্ষে একটি বুক স্টলের উদ্বোধন করেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি ও কাউন্সিলার রবি শঙ্কর সিং , সম্পাদক ধীরাজ মিশ্র , জেলা ওবিসি মোর্চার সভাপতি সুরজিৎ দাস, হালিশহর মন্ডল সভাপতি মজুমদার , সহ সভাপতি বাবলু দেবনাথ ও বাবলু বণিক খোকন দাস , সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দে , সম্পাদক সজল চক্রবর্তী প্রসেনজিৎ হরকরা ওবিসি মোর্চা সভাপতি তাপস রায়, যুব সভাপতি তমাল দাস সহ অনিমেষ দাস, শম্ভু দত্ত, শঙ্কর দে, নবকুমার মোদক, ভূপাল ডাক্তার বাবু সহ আরও অনেক বিজেপি নেতা ও কর্মীরা ।

সংক্ষিপ্ত বক্তব্যে ফাল্গুনী পাত্র বলেন, দলের কর্মীদের আরো বেশি করে দলের বই পড়তে হবে। সবাইকে তা পড়ানোর জন্য উৎসাহী হতে বলেন। এই বুক স্টলের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন । পুজোর দিনে প্রতিদিন বিকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই বুকষ্টল খোলা থাকবে ।

এই অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে দেখার মতন ও প্রচুর মানুষকে বই কিনতেও লক্ষ্য করা যায়।