কেডিএস, হালিশহর :- সোমবার বিকেল ৪টে নাগাদ বীজপুর থানার অন্তর্গত হালিশহরের ১০ নম্বরে ওয়ার্ডের চক্রবর্তী পাড়ায় খেলার মাঠে মদ্যপ ৩০ বছর বয়সী এক যুবকের সাথে অপর এক ৫০ বয়সী ব্যক্তির মধ্যে বচসা বাদে। বচসার মধ্যে মদ্যপ যুবকের হাতে খেলার ব্যাট দিয়ে অপর ব্যক্তিকে খুবই জোরে মাথায় গুরুতর আঘাত করে। ঘটনাস্থলে ব্যাটের আঘাতে মাথা থেতলে যাওয়াতে মৃত্যু হয় এক ব্যক্তি। মৃতের নাম অধীর কুমার নন্দী(৫০)। সে পেশায় এক জুটমিল কর্মী। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকে অভিযুক্ত অরিন্দম সেন ওরফে ছোটন এলাকা ছেড়ে পালায়।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত অরিন্দম সেনকে গ্রেপ্তার করে। কি কারনে এই খুন করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ আগামীকাল ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠাবে বলে জানা গিয়েছে। এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সবিতা কান্নায় ফেটে পড়েন। তিনি এখন তিন মেয়ে নিয়ে অথৈ জলে।