নিজস্ব সংবাদদাতা, হাবড়া :- নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার ২। নাবালিকা অপহরণের অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানা পুলিশ শনিবার ভোররাতে বিহারের দুই বাসিন্দা পবন কুমার মাঝি (১৯) ও প্রদীপ কুমার মাঝি (১৮) কে গ্রেফতার করে। ধৃতদের শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, হাবড়া তিন নম্বর রেল কলোনি এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকা স্টেজ প্রোগ্রাম অনুষ্ঠান করত। গত ১৩ মার্চ থেকে নিখোঁজ হয় নাবালিকা। ১৯ মার্চ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। তল্লাশি অভিযানের শুরুতে পুলিশ জানতে পারে পবন কুমার মাঝি ও প্রদীপ কুমার মাঝি নৈহাটিতে ভাড়া থাকতো। এক অনুষ্ঠানে তাদের সঙ্গেই পরিচয় হয় অপহরণ নাবালিকার।