নিজস্ব সংবাদদাতা :- হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক । ধৃতের নাম নাজবুল আলম মন্ডল (২১)। বাড়ি রাওতাড়া বিশ্বাসপাড়ায়। গতকাল হাবড়া থানা গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাত্রে গুমা ধাপধারা ব্রিজ থেকে নাজমুল আলম কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে হাবড়া থানা পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ,কেন বা কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল সে, আজ তাকে বারাসত আদালতে পাঠানো হয়।