নিজস্ব সংবাদদাতা, হাবড়াঃ- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার বাগাডাঙ্গা মোড় এলাকা থেকে কেনারাম বৈদ্য নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কেনারাম এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করছিল। অভিযুক্তের বাড়ি বাগাডাঙ্গা এলাকায়। অভিযুক্তকে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে।