সংবাদদাতা, হাবড়া :- সোমবার জেলাশাসকের নেতৃত্বে শুরু হল জনসচেতনতার কর্মসূচি। হাবড়া-এক বিডিও অফিসের সভাকক্ষে জনসচেতনতার মহড়া হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকরা। ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও আশা কর্মীরা। সভায় সিদ্ধান্ত হয়েছে, ডেঙ্গু সচেতনায় এবার পথে নামবে কন্যাশ্রীর মেয়েরা। সঙ্গে উত্তর ২৪ পরগনার সব স্কুলে প্রার্থনার সময় ডেঙ্গু সচেতনতা সম্পর্কে বলবেন শিক্ষকরা। সেখানে প্রশ্নোত্তরও চলবে। সঙ্গে সপ্তাহে একদিন করে অভিভাবিকদের শিক্ষকদের ডেঙ্গু সচেতনতা নিয়ে বৈঠক হবে। বাড়ির চারপাশে কোথাও জল জমছে কি না সে সম্পর্কে আলোচনা হবে। সেই মতো স্কুল কর্তৃপক্ষ পঞ্চায়েত বা পুরসভাকে তা জানাবেন।