সুজয় মন্ডল, বসিরহাট :- শুক্রবার সকালে হাড়োয়ার গোপালপুর গ্রামের বাসিন্দা বিজেপির যুব সভাপতি দীপঙ্কর কাহারের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে। যুব নেতাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, বাড়ি সংস্কারের কাজ চলায় সকাল সাড়ে এগারোটা নাগাদ দীপঙ্কর ইঁটভাটায় যাচ্ছিলেন ইঁট কিনতে। সেই সময় তার পথ আটকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার মোটরবাইকটি ভাঙচুর করে ও কাছে থাকা নগদ ১০ হাজার টাকা সহ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি তার গলায় থাকা দলীয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে কোনরকমে প্রাণ বাঁচান তিনি। বৃহস্পতিবার গোপালপুর গ্রামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মিটিং করে চলে যাওয়ার পরে বিজেপি কর্মীদের উপর হামলা শুরু হয়েছে হাড়োয়ায়। এদিন সকালে হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোনতোষা গ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায় এদিন ওই গ্রামে প্রচার করতে যাওয়ার কথা ছিল বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর। তাই আগে থেকেই গ্রামে পতাকা ও ব্যানার লাগানোর কাজ করছিলেন কর্মীরা। তখনই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন বসিরহাটের বিজেপির প্রার্থী সায়ন্তন বসু। ফলে বাতিল হয়ে যায় সায়ন্তন বসু প্রচার কর্মসূচী । হামলার বিষয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। যদিও এ বিষয় নিয়ে কথা বললে ঘটনার বিষয়ে কিছু জানা নেই বলে জানান হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম।