নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- হাড়োয়ায় বিজেপি নেতা ধর্ষণ কাণ্ডের নয়া মোড়। অভিযুক্তের মৃত্যুদণ্ড শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা। ১০ লক্ষ টাকা দিয়ে মেটানোর চেষ্টা জেলা বিজেপি নেতাদের। গত ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ থাকলেও বিজেপি নেতার বিরুদ্ধে। জেলা ও রাজ্য নেতা ও মহিলা মোর্চা জানলেও নির্যাতিতা যুবতীর পাশে না দাঁড়িয়ে রীতিমতো তার পরিবার ও যুবতীর মোটা টাকার অঙ্কে দিয়ে মেটানোর চেষ্টা। অনর ওই যুবতী যুবক যাতে বিয়ে করে ।কিন্তু শেষ রক্ষা হল না। প্রভাবশালী নেতার পাশে জেলা ও রাজ্য নেতারা। এমনকি মহিলা মোর্চা শেষ পর্যন্ত ধর্ষণের অভিযোগ। বিজেপি নেতা গ্রেফতার। হুগলি জেলা থেকে হাড়োয়া থানার পুলিশ গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার রাত্রে। ধৃত বিজেপি নেতা কে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। নির্যাতিতা যুবতী ওই যুবকের মৃত্যুদণ্ডের সাজা দাবি করেছে। এমনকি বলেছেন যে দলের নেত্রী আমার মা নমিতা রায়। বিজেপি দল টা অনেকটা সত্য ন্যায়ের পথে চলতে বলেই আমরা এই পার্টিতে কর্মী হিসেবে আমি কাজ করেছি। কিন্তু যারা রক্ষা করবে তারাই আজ আমার পাশে নেই। বারবার জেলার মহিলা মোর্চা কে জানিও ফল হয়নি। এমনকী গত ছয় মাস ধরে বিভিন্ন জেলা ও রাজ্যের নেতাদের জানিয়েও কোনো লাভ হয়নি। বারবার হুমকি আতঙ্ক গ্রাস করেছে কিন্তু হার মানিনি। অভিযোগ দায়ের করেছি। হাড়োয়ার বিজেপি নেত্রী বাসন্তী ঘোষ বলেন দল সবকিছু জানে এমনকি আমি পাশে দাঁড়িয়েছি ।আমাকে খুনের হুমকি দেয়া হয়েছে অভিযোগ তুলে নেয়ার জন্য। আমি একজন নারী একজন নারী ধর্ষিত হলো তার পাশে মহিলা মোর্চা পাশে দাঁড়াননি। উল্টো হুমকি আবার 10 লক্ষ টাকা দিয়ে মেটানোর চেষ্টা। টাকা আর হুমকির ভয় আমরা পিছু হটি নিয়ে ।আমরা বুঝি দিতে চাই একটা জাতীয় দল বিজেপি সেইরাম নোংরা আবর্জনা নিয়ে দলটা কলুষিত হচ্ছে। এর তীব্র প্রতিবাদ চাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ।আমার কাছে বিভিন্ন সময় ফোনে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মুন্ডু কেড়ে নেয়ার হুমকি আসে। আমি ভয় পাইনি একজন নারী ও নারীর পাশে দাঁড়িয়েছে ।নির্যাতিতার মা নমিতা রায় বলেন আমি একজন বিজেপি মহিলা নেত্রী আজ আমার মেয়ে ধর্ষিত হয়েছে ।আমার পাশে না দাঁড়িয়ে আমাকে বিভিন্ন সময় টাকা দিয়ে মেটানোর চেষ্টা। করছে আমি এর সঠিক বিচার উপযুক্ত শাস্তি চাই। হাড়োয়ায় বিজেপি নেত্রীর মেয়েকে ধর্ষণের অভিযোগে তো বিজেপি নেতা রাজেন্দ্র সাহা গ্রেফতার করলো হাড়োয়া থানার পুলিশ ধৃতকে আদালতে তোলা হয়েছে