Advertisement

সানওয়ার হোসেন, মথুরাপুরঃ- দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর ১ নং ব্লকের লক্ষ্মীনারায়নপুর পাটনা বিদ্যাসাগর সেবা কেন্দ্র এবং শিশু তীর্থের পরিচালনায় কলিকাতা হৃদম কেপিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং হরিচরণ গরাই মহানগর নেত্রালয়, সার্জিক্যাল কর্নার ও ডিকে মেডিকেল এজেন্সির সহযোগিতায় আজ সম্পূর্ণ বিনামূল্যে বিরাট স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মীনারায়ণপুর পাটনা বিদ্যাসাগর শিশুতীর্থ ক্লাব প্রাঙ্গণে, সম্পূর্ন বিনা ব্যয়ে সাধারণ চিকিৎসা, শিশুদের চিকিৎসা, চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ব্যবস্থা, অ্যান্টিবডি পরীক্ষা ও সুগার পরীক্ষা। এছাড়া অক্সিজেন পরিমাণ নির্ণয় ও দেহের পেশী শক্তি ও হাড়ের পরিমাণ নির্ণয় এর ব্যবস্থা ছিল।

এই শিবিরে মহিলাদের গাইনোলজি ডাক্তার ও হাড়ের এবং হার্টের স্পেশালিস্ট ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়।

বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন ডাক্তার এই শিবিরে অংশগ্রহণ করেন। এই শিবিরে এলাকার প্রায় এক হাজার নারী,পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহণ করেন এবং উপকৃত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =