সানওয়ার হোসেন, গঙ্গাসাগর :- স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় গঙ্গাসাগর কোস্টাল থানার চেমাগুড়ি পূর্বপাড়ায়। মৃত যুবক সুকদেব বর (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ভোরে পাড়ার এক ব্যক্তি তার বাড়ির কিছুটা দূরে একটি ট্রান্সফর্মার নিচে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে শুকদেব কে। খবর পেয়ে গ্রামবাসীরা আসে, পরে কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। স্ত্রী লক্ষ্মীরানির অবৈধ সম্পর্কের কথা জানতে পারে শুকদেব তাই প্রায় দিন অশান্তি লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। এ বিষয়ে জোরালো প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো শুকদেব কে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, তার ভিত্তিতে শুকদেবের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। পরিবারে নেমেছে শোকের ছায়া। এলাকায় রয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।