সানওয়ার হোসেন, কাকদ্বীপ :- ৭৩ তম স্বাধীনতা দিবস পালনে সেজে উঠলো ঐতিহাসিক রেড রোড। কঠোর নিরাপত্তার সাথে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ এর তত্ত্বাবধানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহাঢ়ম্বে পালিত হলো স্বাধীনতা দিবস।
উক্ত স্থানে রাজ্যের বাছাই করা ১৪ টি স্কুলের ছাত্র ছাত্রীরা দর্শকের আসনে বসেন। তারই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বিচ্ছিন্ন একটি দ্বীপ, স্বগর দ্বীপ। এই প্রত্যন্ত এলাকার ‘ জে. সি. মেমোরিয়াল ইন্টারন্যাসনাল স্কুল ‘ নামের একটি স্কুল এখানে সুযোগ পায়। প্রতিষ্ঠানের পরিচালক অতনু মণ্ডল জানান, রাজ্যের সবচেয়ে বর্ণাঢ্য ময় স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে অংশ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করি এবং আমাদের এই প্রতিষ্ঠানের ও সাগরদ্বীপ বাসির কাছে একটি গর্বের বিষয়।