নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- স্বরূপনগর থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযানে মহিলা সহ ২৪ জন বাংলাদেশী গ্রেফতার। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আমুদিয়া ,তারালী , বিথারি গুনরাজপুর সহ বিভিন্ন সীমান্ত থেকে ২৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, বুধবার গভীর রাতে। ১০ জন মহিলা ও ১৪ জন পুরুষ সহ মোট ২৪ জনকে গ্রেফতার করল ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী ও স্বরূপনগর থানার পুলিশ । ধৃতদের বাড়ি বাংলাদেশে । কোন বৈধ কাগজ-পত্র ছাড়াই কিভাবে রাতের অন্ধকারে এদেশে ঢুকলো চোরাপথ দিয়ে। অন্য দিকে মুম্বাই থেকে কাজ করে বাংলাদেশে ফিরছিল । সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ও স্বরুপনগর থানা পুলিশ রাতের অন্ধকারে তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে আটক করে। ধৃত বাংলাদেশী কি কারণে এদেশে ঢুকেছে। কোথায় যাচ্ছিল উদ্দেশ্য কী তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ।
ধৃত ২৪ জনকে আজ বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।