নিজস্ব সংবাদদাতা, ক্যানিং :- দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-য়ে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় জামাই বিপ্লব মাউল। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভালোবাসার পর বিয়ে করে ক্যানিং হেড়ভাঙ্গার বাসিন্দা বিপ্লব মউল ও সুস্মিতা মউল। সাতমাস আগে স্ত্রী সুস্মিতা বাপের বিধান সরদারের বাড়িতে চলে আসে তারপর থেকে আর বিপ্লবের বাড়িতে যায়না সুস্মিতা।বারবার বিপ্লব শ্বশুর বাড়িতে আসলেও তাকে বিপ্লবের বাড়িতে যায়না। বিপ্লবের দাবী তার শ্বশুর বিধান সরদার শালির মৌমিতা সরদার ও শাশুড়ি প্রতিমা সরদার আটকে রাখে। বিপ্লব দাবী করে যতক্ষণ না আমার স্ত্রী ও পুত্র তিয়াস মউল সন্তানকে ফিরিয়ে না দেয় তাহলে আমি অনশনে করবো। ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ।