নিজস্ব সংবাদদাতা, হাবড়া :- অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় নিজের বিবাহিত স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে একপাথারি কুপিয়ে খুন করার চেষ্টায়, গ্রেফতার স্বামী আলিহোসেন মন্ডল। সোমবার রাতে হাবড়া থানার মালিক গ্রাম থেকে গ্রেফতার আলিহোসেন মন্ডল। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়।
গত ১০ তারিখ হাবড়া থানার আটুলিয়া গ্রামের আলিহোসেন নিজের বিবাহিত স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে একপাথারি কুপিয়ে খুন করার চেষ্টাকরে। গুরুতর জখম গৃহবধূ ফরিদা খাতুন কে প্রথমে হাবড়া হাসপাতাল এবং পরে বারাসাত হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামী আলী হোসেন মন্ডল কে গ্রেফতার করে।