অলোক আচার্য, বিরাটী :- শেষ দফা নির্বাচনের নির্ঘন্ট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার পথসভা মিছিল জনসংযোগ। ডান -বাম গেরুয়া শিবির থেকে শাসকদল কেউ বাদ নেই। দমদম উত্তর বিধানসভার নিমতা প্রতাপগড়ে দমদম লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বিরাট নির্বাচনী পথসভা। আগামী ১৯ শে মে শেয দফা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে বাংলায় পুনরায় নির্বাচিত করতে উত্তর দমদম পুরসভার ১১নং ওয়ার্ডে পথসভার আয়োজন করে উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তী পালন করা হয় এদিন। কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গঠনে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এলাকার উন্নয়নে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকথা তুলে ধরেন খড়দহ ব্লক তৃণমৃল যুব কংগ্রেসের সভাপতি ও লড়াকু নেতৃত্ব প্রবীর রাজবংশী। উল্লেখ্য প্রবীর রাজবংশী জেলা জুড়ে বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনী পথসভায় জোড়ালো বক্তৃতায় উন্নয়নমুখী মানুষের মন কেড়ে নিয়েছেন ঝাঝালো ভাষণে। কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে নোট বন্দি থেকে রাফাল বির্তকে বেকার যুবক যুবতীদের মিথ্যা প্রতিশ্রুতির ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন প্রবীরবাবুরা। বাংলায় তৃণমূল ৪২এ৪২ আসন পাবে। বিগত পাঁচ বছরে উত্তর দমদম পুরসভার এলাকায় বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক বাস্তবায়িত কর্মসূচী কথা তুলে ধরেন। পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী,স্হানীয় পৌরপিতা সৌমেন দত্ত সহ স্হানীয় তৃণমূল নেতৃত্বরা। এলাকার তৃণমৃল কংগ্রেস কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়।