সানওয়ার হোসেন, সোনারপুর: – দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে আবারও বড় সড় সাফল্য বারুইপুর পুলিশ জেলার স্পেসাল অপারেশন গ্রুপের (এস ও জি)। এবার ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীর কাছে ছয়টি বন্দুকের অর্ডার দেয় এস ও জি। সেই মতো বুধবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত প্রসাদপুর মোরে সাদা পোশাকে এস ও জি ও সোনারপুর থানার পুলিশ ওঁত পেতে থাকে।ওই অস্ত্র ব্যবসায়ী আসতেই তাকে ঘিরে ধরে সাদা পোশাকে থাকা পুলিশ। ঐ অস্ত্র ব্যবসায়ীর নাম সেখ গোলাম রাকিব (৫২) বাড়ি জিজিরাইট ভাঙড় থানা। তার কাছে থাকা ২ টি ল্যাক্টোজেনের প্যাকেট থেকে উদ্ধার হয় তিনটি বন্দুক ও বেশ কিছু কার্তুজ। যার মধ্যে ২ টি শর্ট পাইপ গান বন্দুক ও ১ টি ৭ এম এম পিস্তল। এছারাও ৬ রউন্ড ১২ বোড়ের তাজা কার্তুজ, ৪ রউন্ড ৭ এম এম বোড়ের তাজা কার্তুজ ও একটি মোবাইল ফোন।সুত্রের খবর, বছর খানাকের উপর সেখ গলাম রাকিব ভাঙড় ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকাতেয় অস্ত্র বিক্রি করছিল। এক একটি শর্ট পাইপ গানের দাম ঠিক হয়েছিল ৮০০০ টাকা ও ৭ এম এম পিস্তলটির দাম ঠিক হয়েছিল ৩৩০০০ টাকা। ধৃত অস্ত্র ব্যবসায়ীকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তুলবে সোনারপুর থানার পুলিশ।