নিজস্ব সংবাদদাতা :- আজ সকালে বিরাট কোহোলি চলে এলেন সোনারপুর গোবিন্দপুরের আনন্দঘর নামের একটি হোমে। সেখানে দীর্ঘক্ষণ ধরে শুটিং করে। পরে সেখানে তাকে হোমের তরফে কর্ণধার কল্লোল ঘোষ সংবর্ধনা দেন। হোমে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার রাশিদ মুনির খান।
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবারঃ- প্রতি বছরের মতো এবছর মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় ও...