Advertisement

সনাতন গরাই, দুর্গাপুর :- ঝাড়খণ্ডের একদল দালালচক্রী তিনজন যুবককে সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণা করে। চাওয়া হয় চার লক্ষ টাকা করে। এই প্রস্তাবের ফাঁদে পা দেয় ওই তিন যুবক। ওই দালালচক্রী তিন যুবককে পানাগড়ে আসতে বলে। কথামত ওই যুবকরা এলে অগ্রিম ২লক্ষ টাকা করে দিতে বলে। এই সময় ওই যুবকদের সন্দেহ হওয়ায় কাঁকসা পুলিশকে পুরো বিষয়টি জানাই। তারপর কাঁকসা থানার পুলিশ পানাগড়ের সেনা অধিকর্তাদের সাথে কথা বলে তদন্তে নামে।

তদন্তের ছক করে ফের দালালচক্রীদের পনাগড় রেল ব্রিজের কাছে আসতে বলা হয়। সেই সময় কাঁকসা থানার পুলিশ একটি সি আর পি এফ লেখা গাড়ি সহ তিন জনকে আটক করে। গাড়িতে প্রচুর জাল নথি পাওয়া গেছে। আরো একটি গাড়ি ছিল যেই গাড়িটি সুযোগ বুঝে চম্পট দেয়। ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে তারা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।বাকিদের গ্রেফতার করার জন্য পুলিশ জোর তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =