সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের জঙ্গলমহলের হারাধন বাবু আজও জীবিত। সেই ব্রিটিশ আমল থেকে ভোট দিয়ে আসছেন হারাধন বাবু।এইবারও প্রস্তুত লোকসভা ভোট দেওয়ার জন্য। ১৯১১ সালে এক কৃষক পরিবারে মলানদীঘির সরস্বতীগঞ্জ গ্রামে হারাধনবাবুর জন্ম। নাম হারাধন সাহা, বয়স ১০৮বছর। ছেলে শিবনারায়ণ সাহা বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন। তিনিও গতবছর প্রয়াত হয়েছেন। তার ছেলেকেও হারাধনবাবু ভোট দিয়েছিলেন। সব মিলিয়ে ২২বার লোকসভা ভোট দেবেন এই ১০৮ -এর হারাধনবাবু। ১০৮ বছর বয়সেও তিনি যুবক। হারাধনবাবুর ছেলে শিবনারায়ণ সাহা আঠের দশকে কংগ্রেস প্রার্থী ও ২০০২-য়ে বিজেপি প্রার্থী হয়েছিলেন ।কিন্তু এখন সেই শিবনারায়ণ সাহা আর জীবিত নেই। তার বাবা হারাধন বাবু আজও জীবিত। সেই ২০বছর বয়সে প্রথম ভোটটি দিয়েছিলেন কিন্তু কাকে দিয়েছিলেন সেটা তার মনে নেই। ফরিদপুরের বালিজুরি গ্রামে প্রথম ভোটটি তিনি দিয়েছিলেন সেটা তার ঠিক মনে আছে। তারপর একের পর এক ভোট তিনি দিয়ে গিয়েছেন, এখনো দিচ্ছেন।এখন হারাধনবাবু কম শোনেন চোখে কম দেখেন।
হারাধনবাবুর নাতি নিত্যানন্দ সাহা জানান, চোখে কম দেখলে কি হবে। সেইজন্য আতসকাঁচ ব্যবহার করে নিয়মিত খবরের কাগজ পড়েন।সকাল থেকে বাড়ির গরু, বাছুর ও ক্ষেতের কাজকর্ম দেখাশোনা করেন। বয়স ১০৮ তবুও এখনও সে যুবক। পায়ে হেটে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রথম ভোটটি আমার দাদু হারাধনবাবুই দেন।