নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর :- বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে গাঁজাসহ আটক ১ তরুণ ও তিনজন বাংলাদেশি গ্রেপ্তার।গোপন সূত্র সীমান্তরক্ষী বাহিনী কাছে খবর আসে যে বছর ১৬ তরুণ বিশ্বজিৎ ঘোষকে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ গাঁজা পাচার করছে। তারপরই ৪ কেজি গাঁজাসহ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে বিএসএফ। পাশাপাশি একই সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর কাছে যুবতীর ও দুই যুবক মোট তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃত তিনজন বাড়ি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় ।তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গাজা সহ তরুণের বাড়ি স্বরূপনগরে তারালী সীমান্তে গ্রামে। মোট চারজনকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেয়া হয় পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত বিশ্বজিৎকে আজ বারাসতে জুভেনাইল কোর্টে তোলা হয় । বাকি ৩ জন বাংলাদেশিকে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।