প্রবীর মন্ডল, পূর্ব বর্ধমান :- আগামী ১২-১৩ সেপ্টেম্বর সি পি (আই) এম সিঙ্গুর থেকে নবান্ন অভিযান সফল করা ডাকে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পক্ষ থেকে পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লী গ্রামে এক পথসভা হয়। সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে সমস্ত কর্মীদের আহ্বান জানিয়ে তাদের এই পথসভা ।বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই অভিযান।তাদের কাছ থেকে দাবি-দাওয়া সম্বন্ধে কিছুটা জানা যায় যে, সমস্ত বেকার যুবক-যুবতীদের ৬হাজার টাকা করে পেনশন চালু করতে হবে। বন্ধ কারখানাগুলো চালু করতে হবে তাছাড়া বহু দাবি-দাওয়া নিয়ে তাদের এই পথসভা ডি ওয়াই এফ আই তরফ থেকে। এ সভায় উপস্থিত ছিলেন, ডি. ওয়াই. এফ. আই- জেলা সভাপতি প্রবাল আইস ও বহু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।