মোর্তজা আহমেদ, নদীয়া :- “আসাম থেকে শিক্ষা নাও, পশ্চিমবঙ্গে এনআরসির চক্রান্ত রুখে দাও” – এমনই স্লোগান ব্যানারে। প্রবল বর্ষণ কে উপেক্ষা করে বিভিন্ন দাবি- দাওয়া আজ কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ, ডেপুটেশন জমা দেওয়া হয় । এই কর্মসূচির উদ্যোক্তা সিপিআই(এমএল) লিবারেশনের সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, কিষাণ মহাসভা। তাদের দাবি গুলি হল- কৃষকের ফসলের ন্যায্য দাম, ৬০০০ টাকা কুইঃ দরে পাট কেনা, ১০০ দিনের কাজ চালু করা সহ বিভিন্ন দাবি। বক্তা ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের নদীয়া জেলা সম্পাদক সুবিমল সেনগুপ্ত, রাজ্য নেতা বাসুদেব বসু প্রমূখ।