সনাতন গরাই, দুর্গাপুর:- সিএনজি গ্যাস অটোর জ্বালানি। আর এই গ্যাস কয়েকমাস আগে থেকে ঠিক ঠাক না মেলায় সম্যসাই টোটোচালকরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে দুর্গাপুরে সিএনজি গ্যাস পাওয়ার সম্যসা হচ্ছে। আর এই সম্যসার জন্য অটো পরিষেবা বন্ধের মুখে।
এই সম্যসার জন্য অটো চালকরা অটোর সামনে সাইনবোর্ড লাগিয়ে শুক্রবার অটো পরিষেবা বন্ধ করে দেয়। দুর্গাপুর স্টেশন সংলগ্ন ৬২টি টোটো বন্ধ করে বিক্ষোভ দেখায়। দুর্গাপুরের স্টেশন থেকে লোকাল জায়গায় যাওয়ার একমাত্ৰ ভরসা অটো। এই অটো বন্ধ থাকায় নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পরে।