কলকাতা :- সারদা কেসে আবারও সিবিআই দফতরে এলেন সুভাপ্রসন্ন ভট্টাচার্য। সিবিআই সূত্রে খবর, সুভাপ্রসন্ন এর দেবকৃপা নামক কোম্পানির তত্যবধানে একটি চ্যানেল চালাতেন তিনি। চ্যানেলটি লোকসানের সম্মুখীন হলেও তাতে ৩ কোটি টাকা পুনরায় নিয়োগ করেন সুভাপ্রসন্ন। এর পরেই কিছুদিনের মধ্যে সেই চ্যানেলটিকে ৬ কোটি টাকার বিনিময়ে সুদীপ্ত সেনকে বেঁচে দেন তিনি। কি কারণে লোকসানে চলা চ্যানেলকে ৬ কোটি টাকার বিনিময়ে সুদীপ্ত সেনকে দিলেন। সেই বরাদে কারোর যোগ ছিল কিনা তা জিজ্ঞেসাবাদ করার জন্যই আবারও আজ তাকে তলব করেছিল সিবিআই। আজ সকালে সিবিআই দফতরে আসেন তিনি।