প্রজ্ঞা পারমিতা দত্ত, কলকাতা :- দক্ষিণ কলকাতার কিংস ইন্টারটেইনমেন্টে হয়ে গেল বাংলা সিনেমা “দ্যা জোকার” ছবির পোস্টার রিলিজ। জয় ভটাচার্জের পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই। এই ছবি প্রযোজনা করেছেন সানি ভট্টাচার্জ, ছবির শুটিং হয়েছে মন্দারমনি, নর্থ বেঙ্গল এবং কলকাতাতেও। ছবির পোস্টার লঞ্চের দিন উপস্থিত ছিলেন ছবির নায়ক নায়িকারা। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টপাধ্যায়, বিবেক রায়, মৌ বৈদ্য, বাংলাদেশের আমিন রেজা, জয় বোস, জিনিয়া মুখার্জি এবং অন্যান্যরা। এই বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ছবিটি।