Advertisement

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবারঃ- ১২ দফা দাবিতে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসকের কাছে গণ ডেপুটেশন ও কেন্দ্র সরকারের রেল, ব্যাংক, বীমা সহ রাষ্ট্রায়ত্তগুলি বেসরকারীকরণের বিরুদ্ধে কৃষি নীতি ও জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে, নারী নির্যাতন বন্ধে এবং বেকারির কত্ত বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দঃ ২৪ পরগণা জেলায় ডায়মন্ডহারবার শহরে মঙ্গলবার বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পায়ে হেঁটে পথ মিছিল করে প্রশাসনিক ভবনে গণ ডেপুটেশন জমা দেওয়া হয়।

ছাত্র-যুব-মহিলা সংগঠনের পক্ষ থেকে এবং এ.আই.ইউ.টি.ইউ.সি, এ.আই.ডি.এস.ও , এ.আই.ডি.ওয়াই.ও, ও এ.আই.এম.এস.এস যৌথ উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন এ.আই.ডি.এস ও জেলা সম্পাদক অরবিন্দ প্রামাণিক ,ডায়মন্ড হারবার হকার উনিয়নের সভাপতি মনিরুল ইসলাম এবং বিশেষ সম্মানীয় কবি ও সাহিত্যিক গৌতম মন্ডল মহাশয় সহ আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =