সংবাদদাতা, বারাসাত :- কোচ হিসেবে অভিষেক ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মেহতাব হোসেন কে । বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মেহতাবের কোচিং -এ থাকা সাদার্ন সমিতি ও প্রিমিয়ারে উঠে আসা বি এস এসের ম্যাচ শেষ হল ১-১ গোলে । ৮৭ মিনিটে উজ্জ্বল হাওলাদারের গোলে বি এস এস সমতায় ফেরার আগে অব্দি ৫৮ মিনিটে আল আমনার গোলে এগিয়ে ছিল সাদার্ন সমিতি । কলকাতা ফুটবল লীগে প্রিমিয়ার ডিভিসন এ -র গুরুত্বপূর্ণ খেলাটি ড্র হলেও নজর কাড়লেন সাদার্নের খ্যাতনামা বিদেশি আমনা ও বি এস এসের অখ্যাত বিদেশী ব্রাইট মেণ্ড্স । আমনার ফ্রিকিক থেকে গোলটি যেমন বিশ্বমানের তেমনই পরিবর্ত হিসেবে কর্ণার সেট পিস থেকে পরিবর্ত হিসেবে মাঠে নামা উজ্জ্বলের গোল ও চোখে পড়ার মত । মেহতাব খেলার ফলে ঈষৎ অখুশি হলেও রঘু নন্দী খেলার ফলে খুশী ॥ ম্যান অফ দ্যা ম্যাচ ঈশান দেবনাথ ।