সানওয়ার হোসেন ,দক্ষিণ ২৪ পরগনা :-দক্ষিণ ২৪ পরগনা সাগর থানা ও সাগর ব্লক এর উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” এর কর্মসূচি পালন করলো। সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল উক্ত কর্মসূচির বাইক রেলির মাধ্যমে প্রচার চালান। বিনা হেলমেটে বাইক আরোহীদের সতর্কবার্তা দেন ও হেলমেট প্রদান করেন এবং হেলমেট পরা আরোহীদের কে সম্মান পত্র প্রদান করেন। উক্ত কর্মসূচিতে সাগর ব্লক সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বাইক রেলি তে যোগদান করেন সাগর থানার ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা।