সানওয়ার হোসেন, গঙ্গাসাগর :- সুন্দরবন পুলিশ জেলার ধারাবাহিক রক্তদান কর্মসূচিতে আজ সাগর থানার উদ্যোগে বিরাট রক্তদান উৎসবের আয়োজন করেন। কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও কলকাতার কোঠারি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় এই মহতী উৎসব সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায়, সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লক সভাপতি মহিতোষ দাস, সুন্দরবন পুলিশ জেলার আধিকারিক ভৈভব তেওয়াড়ি, এসডিপিও অনিল রায়, কাকদ্বীপ সি আই সুব্রত ঘোষ, প্রয়িন প্রকাশ এডিশনাল এসপি, সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আব্দুল কাহার প্রমূখ।
উক্ত শিবিরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রায় সাড়ে তিনশ’রও বেশি রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের কে উৎসাহ প্রদান করেন। সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় জানান কয়েকদিন হল সাগর থানার দায়িত্ব পেয়ে প্রথম রক্তদান শিবিরের আয়োজন করি, প্রশাসনের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সহযোগিতা অভিনন্দন জানিয়েছে এবং আমি এই রক্তদান উৎসব সফল বলে মনে করি।