নিজস্ব সংবাদদাতা, বারাকপুর :- মঙ্গলবার বারাকপুরের সুকান্ত সদনে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর অনুপ্রেরণায় একটি অ্যাপস ও ওয়েব সাইট উদ্বোধন করা হয়। ওয়েব সাইটের নাম ‘হাত বাড়ালেই বন্ধু।’ অ্যাপসটির নাম ‘আমাদের অর্জুন।’ মূলত এই অ্যাপটিতে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ জানাতে পারবেন। অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করলে তবেই অভিযোগ জানানো যাবে। এদিন এই অ্যাপসটির বিষয়ে সাংসদ বলেন, ” বিগত দশ বছর কেনো বারাকপুরের মানুষ হাত বাড়ালেও সাংসদকে পেতো না। মানুষের কাছে পৌঁছনোর জন্যই এই অ্যাপসটি আমরা বার করলাম।” অ্যাপটি কিভাবে পরিচালনা হবে? এবিষয়ে অর্জুন সিং বলেন, “আমার লোক রাখা আছে, কেউ অভিযোগ করলে তারা অভিযোগ গুলো দেখবে। তারা আমাকে বলবে। আমিও মাঝে মাঝে দেখবো। মানুষের দাবী সেই গুলো যতটা করা যায় একজন সাংসদ হিসাবে আমি তা করবো।”
তৃণমূলের ‘দিদি কে বলো’ হেল্পলাইন নিয়ে ক্ষোভ উগরে দিলেন অর্জুন, তিনি বলেন, ” দিদিকে বলো বলতে বলতে মানুষ হয়রান হয়ে গেছে। এখন সিমেন্ট বালি থেকে নিয়ে সব জায়গায় টাকা দিতে হচ্ছে। তাই দিদিকে কত বলবেন?”