পান্ডব গরাই, পুরুলিয়া :– আজ পুরুলিয়ার পাড়া বিধানসভার সাঁওতালডিহির পাহাড়িগোড়া থেকে চকবাদ বিরসা চক পর্যন্ত প্রায়ই পাঁচ কিলোমিটার মিছিল হয় । এই মিছিলে লোকসভার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা উপস্থিত ছিলেন ।