সংবাদদাতা, বারাসাত :- সরকারি অনুষ্ঠানে পুলিশ প্রশাসন আর জেলা শাসককে সঙ্গে নিয়ে মঞ্চ আলো করলেন কুখ্যাত রাজনৈতিক চরিত্র যিনি কিনা পুলিশের খাতায় ফেরার । পুলিশও তাকে নিরাপত্তা দিতে কুণ্ঠা করল না । তিনি বাবু মাস্টার । তিনি হাসনাবাদ , ভবানীপুর অঞ্চলের তথা বসির হাটের এক বিস্তীর্ণ এলাকার বেতাজ বাদশা । সন্দেশখালি তে দুই বিজেপি কর্মী খুন ও পাঁচ জন বিজেপি কর্মী বেমালুম গুম হয়ে যাওয়ার পরে যে দুজনের নাম অভিযুক্ত দের তালিকায় জ্বলজ্বল করছিল তাঁর একজন বাবু মাষ্টার ও অন্যজন শেখ শাহজাহান । এই দুই অভিযুক্ত ভাঙ্গিপাড়া গণহত্যার পর থেকেই পুলিশ সূত্রমতে ফেরার ছিলেন । আর সেই বাবু মাস্টার ভাস্বর হয়ে উঠলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তেত্রিশ তম বার্ষিক সমারোহ আর সংবর্ধনা অনুষ্ঠানে । বুক বাজিয়ে তিনি পুলিশের সামনে জানিয়ে গেলেন তিনি ফেরার নন এবং সন্দেশখালি ঘটনায় তিনি যুক্ত নন । অর্থাৎ অভিযোগ আনলেই হবে না , আইনের প্রমাণই যে সব কথা নয় তা বাবু মাস্টার বুঝিয়ে দিলেন। তিনি বুঝিয়ে গেলেন তিনি নিজেই আইন। উত্তর ২৪ পরগণার জেলা শাসক চৈতালী চক্রবর্তী সবকিছুই দেখলেন ও মন্তব্য না করে বুঝিয়ে দিলেন প্রশাসন এখন কিছু ক্ষেত্রে কার্যত মূক বধির থাকাই শ্রেয় মনে করছে ।