গৌতম পাল :- সম্প্রতি ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হল সম্পূর্না ফেস্টিভ্যাল -২০১৯। ভারত নট্টম নৃত্য শিল্পী সঙ্গীতা আইচ ভৌমিক এর নৃত্য জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মূলত এই উৎসবের আয়োজন করা হয় । শ্রদ্ধাঞ্জলি জানানো শ্রীমতি থাঙ্কমণি কুট্টি কে। লাইফ টাইম আচিভমেন্ট দেওয়া হয় সঙ্গীতাচার্য বুদ্ধদেব চ্যাটার্জিকে। দুদিন ব্যাপী এই উৎসবে প্রাক্তন ও বর্তমান প্রায় তিনশো জন ছাত্র ছাত্রী নৃত্য পরিবেশন করেন।