সুমন পাত্র, ঝাড়গ্রামঃ- প্রত্যেক ব্যক্তি তাঁর বিবাহের দিনটি স্মরণ করতে প্রতি বছর নিজেদের সাধ্য মতো আয়োজন করে থাকেন। তবে বিবাহ বার্ষিকীর সেই আয়োজন সীমাবদ্ধ থাকে নিকট আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া করানোর মধ্য দিয়ে। তবে বিবাহ বার্ষিকীর দিনে গরীব সাধারণ মানুষকে সাহায্যের কথা ভাবেন খুব অল্প পরিমাণে মানুষ। কিন্তু গোপীবল্লভপুরের বাসিন্দা পেশায় স্কুলের শিক্ষাকর্মী সুব্রত সিংহ সাত বছর ধরে নিজের বিবাহের দিনটিতে সামাজিক কাজে নিয়োজিত করে দেন।

রবিবার সপ্তম তম বিবাহ বার্ষিকীতে বেশকিছু গরীব মানুষের হাতে বস্ত্র তুলে দেন। এদিন সুব্রত বাবু এবং তাঁর স্ত্রী সোনালী সিংহ দু’জনে দুঃস্থ মানুষদের বস্ত্র তুলে দেন। সঙ্গে সুব্রত বাবু জানান, প্রতি বছর বিবাহ বার্ষিকীর দিনে নিজেদেরকে সামাজিক কাজে নিয়োজিত করতে চাই সাধ্য মতো, সেই অনুযায়ী আগের বছর করোনা লকডাউন কালে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী এবং রোগীর পরিজনদের একবেলা খাবার পরিবেশন করেছিলাম। আগামী দিনেও সাধ্য মতো সামাজিক কাজে এগিয়ে আসার কথা বলেন সুব্রত বাবু।