বিশেষ সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুক্রবার সন্ধ্যায় ফুসফুসে সংক্রমণ-সহ একাধিক জটিলতা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব বাবুকে আইসিসিইউতে রাখা হয়েছিল। এখন অনেকটাই স্থিতিশীল বুদ্ধবাবু।

তিনি বেশ কয়েকমাস ধরেই অসুস্থ রাজ্যের ছিলেন। চোখের অশ্রুগ্রন্থি শুকিয়ে যাওয়াতে ঠিকমতো দেখতে পান না তিনি। কয়েক মাস ধরে তিনি গৃহবন্দি হয়ে থাকেন। জানা গেছে, বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। শুক্রবার দুপুর থেকে তা আরও বাড়তে শুরু করে। প্রচণ্ড শ্বাসকষ্ট সঙ্গে রক্তচাপ অত্যাধিক নেমে যায়। বুদ্ধবাবুর পারিবারিক সূত্রে খবর, এ দিন তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার সাথে সাথেই পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি বুদ্ধবাবুকে আইসিসিইউ-তে ভর্তি করা হয়। খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে হাসপাতাল থেকে বেরিয়ে ফুয়াদ সাহেব জানিয়েছেন, বুদ্ধবাবুর অবস্থা স্থিতিশীল। তাঁর বক্ষে সংক্রমণের সমস্যা রয়েছে। রক্তচাপ কম থাকায় তাঁকে ১ ইউনিট রক্ত দেওয়া হয়েছে।