সংবাদদাতা, বসিরহাট :- সন্দেশখালি শীতলিয়া আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বিজেপি জয়ী তিন সাংসদ বসিরহাট লোকসভার বিজেপির তিন সাংসদ সৌমিত্র খাঁ সুবাস সর্কার শান্তনু ঠাকুর প্রথমে হাসনাবাদের কালীবাড়ি ওখানে এসে কর্মীদের নিয়ে বৈঠক করেন এরপর রূপমারি গ্রামে পথ চলতে মানুষের সঙ্গে কথা বলেন তারপর বিশপুর এ যান সেখান থেকে সোজা সন্দেশখালির খুলনা গ্রামে ঘর ছাড়া বিজেপি কর্মী ও উৎপল মন্ডল এর বাড়িতে যান সেখানে গিয়ে দেখেন কেউ বাড়িতে নেই এক বিজেপি আক্রান্ত কর্মী মাধব দাস কে ঘরের মধ্যে পড়ে ছিল তাকে সঙ্গে করে এনে হাসপাতালে ভর্তি করছেন এই তিন সাংসদ সন্দেশখালি আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যাচ্ছেন তিন সংসদ এর নেতৃত্বে বিজেপি এক প্রতিনিধিদল সাংসদ সৌমিত্র খাঁ সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর এর নেতৃত্বে বিজিবি এক প্রতিনিধিদল সন্দেশখালি খুলনা গ্রামের।