নিজস্ব প্রতিনিধি, বসিরহাট :- গত ৮ জুন রাজনৈতিক হিংসায় উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালির ন্যাজাট থানার ভাঙ্গি পাড়া। তপশিলি এলাকা হিসেবে পরিচিত সন্দেশখালি এই গ্রামে রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছিল তপশিলি সম্প্রদায় ভুক্ত দুই বিজেপি কর্মীর। বিজেপির দাবি অনুযায়ী গ্রামে নিখোঁজ আরো চার বিজেপি কর্মী। আক্রান্ত তপশিলি সম্প্রদায়ের পরিবারের সঙ্গে কথা বলতে শুক্রবার গ্রামে যান ন্যাশনাল এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান এল মুরগান এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন কমিশনের সেক্রেটারি প্রীতম সিং ও জগদিশ পাশওয়ান। এদিন ভাঙ্গি পাড়ার প্রদীপ মণ্ডল ও সুকান্ত মন্ডল এর বাড়িতে যান প্রতিনিধিদলের সদস্যরা। এলাকায় হামলার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গেও কথা বলেন তারা। গ্রামের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পুলিশি নিষ্ক্রিয়তার কারনে এই এই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন ন্যাশানাল এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান এল মুরগান। সন্দেশখালির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে প্রতিনিধিদের কাছে আবেদন জানান গ্রামবাসীরা। সমস্ত কিছু খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া হবে বলে উল্লেখ করে আরও সন্দেশখালিতে চাপা উত্তেজনা রয়েছে বলে মন্তব্য করেন প্রতিনিধিদলের সদস্যরা।