সংবাদদাতা, বনগাঁ :- গত পরশুদিন উত্তর ২৪ পরগনার গারুলিয়া শহরে সন্দেশখালি কাণ্ডের জেরে আজকে কালা দিবস পালন করলো বনগাঁর বিজেপি কর্মীরা। প্রতিটি কর্মী তাদের বুকে কালো কাপড়ের ব্যাজ লাগিয়ে হাতে বিজেপির দলীয় পতাকা নিয়ে রাজ্যসরকারকে ধিক্কার জানিয়ে বনগাঁ পৌরসভার সামনে জমায়েত করে। তাদের বক্তব্য যে ভাবে তৃণমূল হার্মাদরা বিজেপি কর্মীদের নৃশঃস ভাবে হত্যা করছে তার জন্য তারা রাজ্য সরকারকে ধিক্কার জানায় ও পুরো বাংলা জুড়ে আজ বিজেপি কর্মীরা কালা দিবস পালন করছে।