নিজস্ব প্রতিনিধি, বসিরহাট :- সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুক্রবার রাতে গবাদি পশু লুঠ করে কিছু দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সন্দেশখালি ওয়ান বামন ভেরি হালদার পাড়া এলাকায়। জানা যায়, ১০-১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে গবাদিপশু লুঠ করে। সেই সময় এক প্রত্যক্ষদর্শী দেখে ফেলায় তার দিকে সরাসরি হুমকি দিয়ে বলে এই বিষয়ে যদি কাউকে বলা হয় তাহলে গুলি করবো। পরপর ছয়টি বাড়ির এই গবাদি পশু লুঠ করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীরা রাত হলেই আতঙ্কিত অবস্থায় রাত কাটাচ্ছেন।